স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ নভেম্বর : ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি পক্ষ থেকে রবিবার দলিত শোষণ মুক্তি মঞ্চের নবম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্যারাডাইস চৌমুহনি এলাকায় ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত সংগঠনের নেতা তথা বিধায়ক সুধন দাস জানান, ২০১৪ সালে দিল্লিতে এই সংগঠনের প্রতিষ্ঠা হয়।
সারা দেশের মতো ত্রিপুরা রাজ্যেও দলিত অংশের মানুষ শিক্ষাক্ষেত্রে, সামাজিক, অর্থনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে নির্যাতনের শিকার হচ্ছে। আর এর থেকে মুক্তি পাওয়ার জন্যই দলিত শোষণ মুক্তি মঞ্চের প্রতিষ্ঠা হয়। তারপর থেকে এই সংগঠন গোটা দেশে দলিতদের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করে আসছে। তিনি বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, দেশে নরেন্দ্র মোদীর সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দলিতদের উপর নির্যাতন আরো বেশি বেড়ে গিয়েছে। সব ক্ষেত্রেই তারা নির্যাতনের শিকার হচ্ছে। গুজরাটে চর্ম শিল্পীদের হত্যা পর্যন্ত করা হয়েছে। শুধু গুজরাটেই নয়, গোটা দেশে তাদের সাংবিধানিক অধিকার পর্যন্ত নেই বর্তমান সরকারের আমলে বলে সমালোচনার ঝড় তুলেন তিনি। আয়োজিত কর্মসূচি এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের নেতা তথা বিধায়ক রতন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।