স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : বিজেপির ঘর ঘর অভিযান কর্মসূচিকে সামনে রেখে শনিবার বিজেপি ৮ নং টাউন বরদোয়ালী মণ্ডলের অন্তর্গত সখীচরণ স্কুলের হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৮ নং টাউন বরদোয়ালী কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, কাউন্সিলার রত্না দত্ত, কাউন্সিলার অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা।
এইদিনের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিজেপির ঘর ঘর অভিযানকে সফল করার জন্য প্রতি বুথে দুইজন করে কোর্ডিনেটর রাখতে হবে। কোর্ডিনেটররা গোটা দিনের রিপোর্ট সংগ্রহ করে শক্তি কেন্দ্রের নিকট পাঠাতে হবে। শক্তি কেন্দ্রের কোর্ডিনেটররা রিপোর্ট পাঠাবে মণ্ডলের কোর্ডিনেটরদের কাছে। মণ্ডল থেকে এই রিপোর্ট জেলা স্তরে পাঠাতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি ঘরে ঢুকে গেছেন। ঘর ঘর অভিযানের উদ্দেশ্য মানুষকে এই বিষয়টি মনে করিয়ে দেওয়া। মুখ্যমন্ত্রী এইদিন ঘর ঘর অভিযানে কি কি কাজ করতে হবে তা বিস্তারিত তুলে ধরেন।