স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : সারা দেশের সাথে রাজ্যেও অফিস অফ দ্য প্রিন্সিপাল একাউন্টেন জেনারেল ত্রিপুরা শাখার উদ্যোগ অডিট দিবস উপলক্ষে এক সপ্তাহ ব্যাপি অডিট উইক উদযাপন করার উদ্যোগ নেওয়া হয়। আগরতলা মালঞ্চ নিবস এলাকায় অডিট অফিস থেকে শনিবার এক রেলির আয়োজন করা হয়।
এই দিন সপ্তাহব্যাপী অডিট দিবসে বিভিন্ন অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা সহ পুলিশের এ আই জি ও অডিট দপ্তরের আধিকারিকরা। এই দিন রেলিটি মালঞ্চ নিবাস অডিট দপ্তর থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পথ পরিক্রমা করে পুনরায় অডিট দপ্তরে এসে শেষ হয়। তারপর ফ্ল্যাগ অফ করেন মুখ্য সচিব জে কে সিনহা। তারপর তিনি অডিট দিবসের গুরুত্ব তুলে ধরেন।