স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্বর : রাজ্যে নবম এবং একাদশ শ্রেণীর পরিক্ষা নিয়ে ভুল বুঝাবুঝি শুরু হয়েছিল। সেই ভুল বুঝাবুঝির অবসান হয়েছে মঙ্গলবার। রাজ্যের বিভিন্ন ছাত্র সংগঠনকে ডেকে শিক্ষামন্ত্রীর কক্ষে একটি বৈঠক করা হয়েছে। বৈঠকে শিক্ষা দপ্তর আধিকারিক উপস্থিত ছিলেন। এদিন বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ৪ ডিসেম্বর থেকে যথারীতি পরিক্ষা শুরু হবে।
এবং পরিক্ষা হবে ৮০ নম্বরে। ছাত্র সংগঠনগুলিও সিদ্ধান্তের সমর্থন করেছে। মঙ্গলবার সন্ধ্যায় মহাকরণে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান। তিনি বলেন বিভ্রান্তি সৃষ্টি করার পেছনে কারণ হলো মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ওয়েবসাইটে ভুল প্রকাশ করা হয়েছিল। কিন্তু শিক্ষাদপ্তর যেভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই ভাবে পরীক্ষা নেওয়া হবে। ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরিক্ষার সময় যদি পরিস্থিতির অবনতি হয় তাহলে ছাত্র সংগঠনগুলির সাথে আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আরো বলেন বুধবার রাজ্যের শিক্ষা দপ্তরের ডি ই ও -দের সাথে ভার্চুয়াল বৈঠক করা হবে যাতে শান্তি পূর্ণভাবে ছাত্র-ছাত্রীদের পরিক্ষা হয়। ছাত্র-ছাত্রীরা যাতে কোনো ধরনের বিভ্রান্তির শিকার না হয় বলে জানান তিনি।