স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : মানুষের কাছে পৌঁছাতে বিজেপি বিভিন্নভাবে কর্মসূচি গ্রহণ করছে। এর মধ্যে অন্যতম প্রতি ঘরে সুশাসন অভিযান। সোমবার আগরতলা পুর নিগমের তিনটি ওয়ার্ডে প্রতি ঘরে সুশাসন অভিযানের অঙ্গ হিসাবে বিশেষ প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। এদিন পুর নিগমের ১২, ৩৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই শিবির গুলি ।
প্রতিটি শিবির ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। শিবির পরিদর্শন শেষে মেয়র জানান সরকার উদ্যোগ নিয়েছে সরকারী সুবিধা গুলি যাতে প্রতিটি ঘড়ে পৌছায়। সেই জন্য প্রতি ঘড়ে সুশাসন অভিযান হাতে নেওয়া হয়েছে । তারই অঙ্গ হিসাবে আগরতলা পুর নিগম দায়িত্ব নিয়ে এই কাজ সংগঠিত করছে। পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে চলছে এই অভিযান। এই শিবিরের মাধ্যমে মানুষের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথি দ্রুত প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। শিবিরকে কেন্দ্র করে ব্যাপক সারা পরিলক্ষিত হচ্ছে বলে জানান মেয়র। যে সমস্ত কাগজ তৎক্ষনাৎ দেওয়া সম্ভব হচ্ছে না তা পরবর্তী সময় ওয়ার্ডের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান মেয়র।