স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : ২১ নভেম্বর বিশ্ব মৎস্য দিবস। এই উপলক্ষে মৎস্য দপ্তরের উদ্যোগ সোমবার ভগৎ সিং যুব আবাসে বিশ্ব মৎস্য দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজনন করে শুভ উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী প্রেম কুমার রিয়াং। তিনি বলেন, ২১ নভেম্বর মৎস্য দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মৎস্য দপ্তর রাজ্য সরকারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দপ্তর।
সরকার ত্রিপুরায় মৎস্য চাষ যাতে আরো আরো বাড়ানোর জন্য পরিকল্পনা নিয়েছে। বর্তমানে ত্রিপুরায় মাছ উৎপাদনের হার ১৯.৪৭ মেট্রিক টন। প্রয়োজন ২৬ মেট্রিক টন। তবে এই ঘাটতি পূরণ করতে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। আজকে গুরুত্বপূর্ণ দিনে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যেক জেলার মৎস্য চাষীদের মধ্য থেকে তিনজনকে স্মারক তুলে দেওয়া হয়। তবে সবচেয়ে বড় বিষয় হলো গত পৌনে পাঁচ বছর ধরে রাজ্যের বর্তমান সরকার মাছের চাহিদা মেটাতে পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে। এ ধরনের ব্যর্থতার মূল কারণ হলো মৎস্য চাষীদের দপ্তর থেকে সহযোগিতা করার অভাব। যার ফলে রাজ্য এখনো মাছের চাহিদা পূরণ করতে পারছে না। এবং ভবিষ্যৎ নিয়ে হতাশাগ্রস্ত দপ্তর। এদিন আয়োজিত অনুষ্ঠানে এ ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, দপ্তরের সচিব সহ অন্যান্যরা।