স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর : রবিবার ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে বাইপাসে সুশাসন সভার আয়োজন করা হয়। এই জনসভায় ছয়টি পঞ্চায়েত এবং দুটি বুথের কার্যকর্তা সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি দেখে মুখ্যমন্ত্রী যেন ক্ষণিকের জন্য জ্যোতিষ হয়ে যান। ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বর্তমান মন্ত্রী রামপ্রসাদ পালকে সামনে বসিয়ে তিনি আগাম বলে দিলেন ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ২০১৮ এর নির্বাচনের তুলনায় কয়েকগুণ বেশি ভোটে জয়লাভ করবেন রামপ্রসাদ পাল।
তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের তথ্য তুলে ধরেন। পাশাপাশি এ-ও বলেন সরকার চাইছে রাজ্যের ১০০% মানুষের বাড়িতে সরকারি সুযোগ সুবিধা গুলো পৌঁছে দিতে। আইনশৃঙ্খলা ইস্যুতে বিরোধীদের আরো একবার কামান দাগেন তিনি। তিনি আরো বলেন সরকার চাকরি প্রদানের ক্ষেত্রে কোনো রকম ত্রুটি রাখছে না। শুধু তাই নয় আগামী দিনের ৩০ হাজার সামাজিক ভাতা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এদিনকার এই জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী তথা ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল। এদিন কার এই জনসভায় সাধারণ মানুষের উপস্থিতিটা ছিল চোখে পড়ার মতো।