Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যপুলিশ আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা মূলক বৈঠক

পুলিশ আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা মূলক বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর :  নির্বাচন এগিয়ে আসতেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সক্রিয় হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার আগরতলার প্রজ্ঞাভবনে পুলিশ সুপার, মহাকুমা পুলিশ আধিকারিক এবং থানার ওসি -দের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ পর্যালোচনমূলক বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন। রাজ্য পুলিশের মহা নির্দেশক সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রাজ্যের বর্তমান অপরাধ সংক্রান্ত বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরেন মুখ্যমন্ত্রীর সামনে।

 পুলিশ আধিকারিকদের তথ্য শোনার পর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। পুলিশের দেওয়া তথ্য তুলে ধরে তিনি  খুন, সন্ত্রাস, পনের জন্য হত্যা, গৃহবধূ নির্যাতন এই সমস্ত অপরাধ সংক্রান্ত ঘটনা ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত সার্বিকভাবে হ্রাস পেয়েছে বলে মুখ্যমন্ত্রী পুলিশকে বাহবা দিয়েছেন। তিনি বলেন ত্রিপুরা পুলিশ সুনামের সঙ্গে কাজ করছে। সব ক্ষেত্রে ত্রিপুরা পুলিশের সুনাম রয়েছে। রাজ্যের দুটি ব্যাটেলিয়ান টিএসআর ও বহির রাজ্যে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছে। দেশের সবকটি প্রদেশের তুলনায় রাজ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো। বিরোধীরা অহেতুক আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে বলে চেঁচামেচি করছে। রাজ্যের মোট ৮৩ টি পুলিশ স্টেশন সহ পুলিশ ফাঁড়ি এবং এসপিও ক্যাম্প গুলোর তরফেও রিপোর্ট কার্ড তুলে ধরা হয় মুখ্যমন্ত্রীর সামনে। এবারে প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রীর সামনে যে রিপোর্ট কার্ড তুলে ধরা হয়েছে পুলিশ আধিকারিকদের তরফে তাকি বাস্তবের সঙ্গে মিল রয়েছে? নাকি নিজেদের মনগড়া রিপোর্ট তৈরি করেই মুখ্যমন্ত্রীর সামনে উপস্থাপন করেছেন। কারণ প্রতিদিন যেভাবে খবরের কাগজ কিংবা টিভি চ্যানেলে অপরাধ সংক্রান্ত তথ্যচিত্র প্রকাশিত হচ্ছে তার সঙ্গে মুখ্যমন্ত্রীর সামনে পুলিশ আধিকারিকদের দেওয়া রিপোর্ট কার্ডের যথেষ্ট অমিল রয়েছে বলে ধারণা করছে নাগরিক মহলের। মুখ্যমন্ত্রীর বৈঠকের পর রাজ্যবাসী আশাবাদী একাংশ পুলিশ আধিকারিকের ঘুম ভাঙবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য