Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যবিজেপি'কে ঠেকাতে "ভারত জুড়ো, ত্রিপুরা বাঁচাও" কর্মসূচি

বিজেপি’কে ঠেকাতে “ভারত জুড়ো, ত্রিপুরা বাঁচাও” কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : রাজ্যে বিজেপি সরকারের আমলে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে, বেকার সমস্যা মাথা চাড়া দিয়েছে, চারেদিকে সন্ত্রাস, আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে এবং এই অপশাসন দিন দিন রাজ্যের ভয়াবহ রূপ ধারণ করছে। এমনটাই অভিযোগ তুলে বিজেপি সরকার পরিবর্তন করতে শনিবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তী সামনে রেখে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী “ভারত জুড়ো, ত্রিপুরা বাঁচাও” কর্মসূচি সূচনা হয়। ৬০ টি বিধানসভা কেন্দ্র নিয়ে এই কর্মসূচি হবে।

প্রদেশ কংগ্রেস ভবন থেকে কর্মসূচির সূচনা করেন সর্বভারতীয় নেতৃবৃন্দ। এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত ড. অজয় কুমার, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা জারিতা লাইফ্রাং, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা দলীয় পতাকা উত্তোলন করে গান্ধীঘাট স্থিত শহীদ বেদীতে পুস্পাঘ্য অর্পণ করে এই যাত্রার সূচনা করেন।

ত্রিপুরা দায়িত্বপ্রাপ্ত অজয় কুমার জানান, আজকের দিনে কি কর্মসূচি গ্রহণ করার মূল কারণ হলো ১৯ নভেম্বর দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তী। তিনি ভারতবর্ষকে পরমাণবিক শক্তি হিসেবে তৈরি করেছিলেন। বর্তমান সময়ে ত্রিপুরায় বিজেপি সরকারের উপর নারী, যুবক এবং শ্রমিক সকলের অতিষ্ঠ। মানুষ যাতে নারী নির্যাতন, বেকারত্ব এবং জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলতে না পারে তার জন্য দিশা ঘুরাতে বিজেপি সরকার মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চাইছে। তাই ১২০০ কিলোমিটার পদযাত্রা করবেন কংগ্রেস নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা। এই পদযাত্রায় রাজ্যবাসীকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। এ পদযাত্রা ত্রিপুরার মানুষের ভবিষ্যতে ভাগ্য পরিবর্তন করতে পারে। আর বলেন ত্রিপুরায় এবং দেশে ভারতীয় জনতা পার্টিকে একমাত্র চ্যালেঞ্জ করতে প্রস্তুত কংগ্রেস দল। তাই মানুষ যাতে কংগ্রেসকে সমর্থন করতে এগিয়ে আসে, এর জন্য আহ্বান জানান তিনি

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য