স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ নভেম্বর : বৃহস্পতিবার মেয়র দীপক মজুমদার ৩০ নং ওয়ার্ডের কাটা শেওলা বেণীমাধব ইংলিশ মিডিয়াম স্কুলে প্রতি ঘরে সুশাসন অভিযানে অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন নিগমের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলার সহ অন্যান্যরা। এইদিনের শিবির থেকে এলাকার লোকজনদের বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। এক সাক্ষাৎকারে আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার জানান রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে প্রতি ঘর সুশাসন অভিযান চলছে।
তারই অঙ্গ হিসাবে এইদিন আগরতলা পুর নিগমের ২০ নং ওয়ার্ডের উদ্যোগে প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়েছে। মানুষের চাহিদা অনুযায়ী কোথাও কোথাও দুই তিন বার প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি জানান এইদিনের শিবিরে যারা কাগজ পত্র জমা দেবে তাদেরকে এইদিন শংসাপত্র প্রদান করা না গেলে পরবর্তী সময় ওয়ার্ড অফিসের মাধ্যমে নিজ নিজ বাড়িতে শংসাপত্র পৌঁছে দেওয়া হবে। এই শিবিরের মাধ্যমে শহরবাসী উপকৃত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।