Thursday, January 16, 2025
বাড়িরাজ্যতিপ্রা মথাকে চ্যালেঞ্জ মনে করে না ভারতীয় জনতা পার্টি : বিপ্লব

তিপ্রা মথাকে চ্যালেঞ্জ মনে করে না ভারতীয় জনতা পার্টি : বিপ্লব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : বিজেপি ও আইপিএফটির বর্তমান জোট সরকারের আমলে নির্বাচনী প্রতিশ্রুতি গুলোর কতটুকু পূরণ হয়েছে তা নিয়ে কোনরকম মন্তব্য করেননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। ভীষণ ডকুমেন্ট এবং মেনু ফেস্টো  ইসুতে তিনি রীতিমতো দোষারোপ করে গেলেন পূর্বতন বাম সরকারকে। তিনি এদিন ভিশন ডকুমেন্ট এবং ম্যানুফেস্ট এর গ্রামার বুঝিয়ে দিলেন সকলকে। বললেন দুটোই আলাদা বিষয়। ভীষণ ডকুমেন্ট হচ্ছে সরকার কিংবা দলের লক্ষ্য।

আর ম্যানুফেস্টু হচ্ছে প্রতিশ্রুতি। তিনি নাকি পূর্বতন বাম সরকারের দুটো মেনুফেস্টো পড়েছেন। সেই দুটোতেই লেখা ছিল কেন্দ্র দেয় না কিংবা কেন্দ্র থেকে লড়াই করে আনতে হয়। কিন্তু সাধারণ মানুষের জন্য কি কি করতে হবে তার কোন উল্লেখ ছিল না। পূর্বর্তন বামফ্রন্ট সরকার কোন ভীষণ ডকুমেন্ট তৈরি করত না। আর বর্তমান বিজেপি ও জোট সরকার যে সমস্ত কাজগুলো শুরু করেছিল তা এখনো চালিয়ে যাচ্ছে। নতুন করে কোন কাজে হাত দেওয়ার সুযোগ নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন বর্তমান জোট সরকারের আমলে উন্নয়নমুখী কোন কোন কাজগুলো শেষ হয়েছে কিংবা এখনো চলছে এর কোনো রকম তথ্য উপস্থাপন করেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন সিপিআইএমের পাশাপাশি কংগ্রেসকেও তুলো ধুনো করে ছাড়েন। বলেন বিজেপি কোন নির্বাচনকে সহজ মনে করেনা। ২০১৮ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনটাকে সহজ মনে করেছিল সিপিআইএম। নির্বাচন জেতা বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের পক্ষে অসম্ভব। বাকিদের কোন অস্তিত্ব নেই। কংগ্রেসের হয়ে প্রচার করার মতো কেউ নেই। তিনি সোনিয়া গান্ধী,  রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

তিপ্রা মাথা কেও এদিন তিনি বোল্ড আউট করে দিলেন। বলেন জনজাতি আসন বিশিষ্ট বিধানসভা কেন্দ্রগুলিতে তপ্রা মথার কোনো বুথ কমিটি নেই। তপ্রা মথাকে চ্যালেঞ্জ মনে করে না ভারতীয় জনতা পার্টি। শুধুমাত্র তপ্রা মথা নয়, আইপি এফটি ও ছিল তার নিশানায়। বলেন ২০১৮ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৩৪২৪ টি বুথেই বুথ কমিটি ছিল ভারতীয় জনতা পার্টির। সবগুলিতেই ছিল বিজেপির শক্তি কেন্দ্র। আইপিএফটির কোন বুথ কমিটি ছিল না। কারণ আইপিএফটি গোষ্ঠীতে বিভক্ত ছিল।  গন্ডাছড়া ও কাঞ্চনপুরে বিজেপির জেতার মতো ক্ষমতা ছিল। কিন্তু সেই দুটোও ছেড়ে দেওয়া হয়েছিল আইপিএফটির জন্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এদিনকার গোটা বক্তব্য বেশ কয়েকটি প্রশ্নকে সামনে এনে দিয়েছে ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রাকলগ্নে। আসন্ন বিধানসভা নির্বাচনে ৬০ টি আসনেই কি বিজেপি একা প্রতিদ্বন্দ্বিতা করবে? আইপিএফটির অস্তিত্ব নিয়ে বর্তমানে সংশয় দেখা দিয়েছে। কারণ আইপিএফটির সিংহভাগ এই সময়ে তপ্রা মথাতে মিলেমিশে একাকার। মিছিল মিটিং কিংবা সমাবেশের চিত্রটা দেখলে দেখা যাবে জনজাতি আসন বিশিষ্ট বিধানসভা কেন্দ্রগুলোতে অনেকটাই শক্তি বৃদ্ধি করেছে তপ্রা মথা। আইপিএফটি এবং তপ্রা মথাকে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেভাবে নিশানায় আনেন তাতে ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ৬০ টি আসোনি যে বিজেপি একা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। আর ভীষণ ডকুমেন্ট এবং মেনুফেস্টোর ব্যাখ্যা অনুযায়ী সাধারণ মানুষ কোন কোন উন্নয়নমুখী পরিকল্পনা গুলোর সুবিধা পেয়েছে তা  থেকে গেল ধোঁয়াশার মধ্যেই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য