স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : স্কুল ব্যাগ গুছিয়ে দেওয়ার জন্য মাকে খুঁজতে গিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেল ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া। ঘটনা শান্তির বাজার বেতাগা ৬ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরনে জানা যায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত বেতাগা ৬ নং ওয়ার্ডের বাসিন্দা সুকান্ত দেবনাথের সহধর্মীনি প্রিয়ঙ্কা দেবনাথের মৃতদেহ বুধবার পরিত্যক্ত একটি ঘর থেকে উদ্ধার হয়।
পরিবারের লোকজন খবর দেয় শান্তির বাজার থানায়। ঘটনার খবর পেয়ে শান্তির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসাপাতালে নিয়ে যায়। মৃত্যুর কারন নিয়ে রয়েছে ধোঁয়শা। পুলিশের প্রাথমিক ধারনা করছে প্রিয়ঙ্কা দেবনাথ আত্মহত্যার করেছে। ময়না তদন্তের পর উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। মৃত গৃহবধূর একটি পুত্র সন্তান রয়েছে।