স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষে রাজধানীর প্যারাডাইস চৌমুহনি এলাকায় পতাকা উত্তোলন করা হয়। সারা ভারত কৃষক সভায় রাজ্য কমিটির পক্ষ থেকে পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি বলেন তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা দিল্লিতে যে আন্দোলন সংগঠিত করেছে তার অন্যতম প্রতীক ছিলেন বিরসা মুন্ডা।
বিরসা মুন্ডা কৃষকদের দাবি দেওয়া নিয়ে দীর্ঘ সময় লড়াই করেছিলেন। পরে বিরসা মন্ডার দেখানো দিশায় কেন্দ্রে ইউ পি এ সরকারের আমলে লড়াই করে বনে উপজাতিদের অধিকার আদায় করা হয়েছিল। এর জন্য বিল পাশ হয়েছিল। ফলে রাজ্যে এক লক্ষ ২৫ হাজার উপজাতি পরিবারকে পাট্টা জমি দেওয়া হয়েছিল। বর্তমান বিজেপি ও আই পি এফ টি জোট সরকার এই পাট্টা ছিনিয়ে নিতে শুরু করেছে, রাবার বাগান কেটে দিচ্ছে, ফলের বাগান কেটে দিচ্ছে। আর বিজেপি এই বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করছে। তাই বিজেপি মিথ্যবাচক বলে আখ্যা দিলেন পবিত্র কর। তিনি বলেন, আসন্ন সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে এই পতাকা উত্তোলন করা হয়েছে। কেরলে ৩৫ তম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত। এ উপলক্ষে এই পতাকা আগামী এক মাস উত্তোলন থাকবে। ১৬ ডিসেম্বর সম্মেলন শেষ হওয়ার পর এ পতাকা নামানো হবে।
এদিকে কৃষক খেতমজুর ভবনেও পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন এ আই কে এস রাজ্য সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে দুর্গাবাড়ির চা বাগান এলাকায় বিরসা মুন্ডা কমিউনিটি হলে বিরসা মুন্ডার জন্ম দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা। বিরসা মন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।
পাশাপাশি রাজ্যের অন্যান্য মহাকুমাতে দিনটি উদযাপন করা হয়। এদিন গন্ডার ছড়া মহকুমা সিপিআইএম দলীয় অফিসে সামনে মহান আদিবাসী স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ বিরসা মুন্ডার ১৪৭ তম জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য ললিত মোহন ত্রিপুরা, স্থানীয় পার্টি সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা এদিন বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।