স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৩০ জুন।
রাজ্যে খুব কম সময়ের মধ্যে নিয়োগ করা হয়েছে ১৫৬ জন জুনিয়ার মেডিক্যাল অফিসার ও জেনারেল মেডিক্যাল অফিসার। টি পি এস সি -র মাধ্যমে তাদের নিয়োগ করেছে রাজ্য সরকার। দীর্ঘদিন যাবৎ জুনিয়ার মেডিক্যাল অফিসার ও জেনারেল মেডিক্যাল অফিসার পদগুলি শূন্য ছিল। রাজ্য সরকারের এই নিয়োগকে বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন অল ত্রিপুরা গভমেন্ট ডক্টর এসোসিয়েশন ধন্যবাদ জানান। এসোসিয়েশনে সভাপতি ডাঃ সঞ্জীব দেববর্মা জানান ৭ মে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে টি পি এস সি। মোট ১৬৪ টি পোষ্টের জন্য এই নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি হয়। এর মধ্যে সাধারন বিভাগে ৩৫ জন, এস টি বিভাগে ১০১ জন এবং এস সি- তে ২৮ জন নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি হয়। গত ৪ থেকে ১১ জুন টি পি এস সি-র মাধ্যমে নিয়োগ পরীক্ষা হয় বিশেষজ্ঞদের উপস্থিতিতে। ফলাফল প্রকাশ করা হয় ১৫ জুন। অফার দেওয়ার কাজ শুরু হয় ২৫ জুন। এই অফারগুলি সাবমিট করতে হবে ৫ জুলাইয়ের মধ্যে। ৬ জুলাই থেকে এই চিকিৎসকেরা কাজে যোগ দেবেন। আগে নিয়োগ প্রক্রিয়া হতো ধীর গতিতে। দ্রুততার সঙ্গে এই কাজ সম্পন্ন করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানান তিনি। এদিকে পরিষেবা প্রদানে চিকিৎসকের সাথে নার্স, প্যারামেডিক্স, এম পি ডাব্লিউ ও আশা কর্মীর প্রয়োজন রয়েছে। তাদের নিয়োগ নিয়েও আগামী দিনে এসোসিয়েশন উদ্যোগ নেবে বলে জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন এসোসিয়েশনের সম্পাদক ডাঃ শঙ্কর চক্রবর্তী, সহ- সভাপতি ডাঃ কনক চৌধুরী।