স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : রাজ্যের ৬ টি ডিগ্রী কলেজে চলতি শিক্ষাবর্ষ শুরু হলো ইংরেজী ও বাংলার মাষ্টার ডিগ্রী কোর্স। এদিন মাতঙ্গিনী প্রতিলতা সভা গৃহে কেন্দ্রীয় ভাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা করেন মন্ত্রী রতন লাল নাথ। মহিলা মহাবিদ্যালয়ে এই কোর্সের সূচনার মাধ্যমে অন্যান্য ডিগ্রী কলেজ গুলিতে শুরু হয় পঠন পাঠন। মাষ্টার ডিগ্রী কোর্সের জন্য বাংলা বিষয়ে ছিল ১০০ টি আসন। যার মধ্যে ভর্তি হয়েছে ৯৫ জন ছাত্র ছাত্রী। অন্যদিকে ইংরেজী বিষয়ে ছিল ১০০ টি আসন।
যার মধ্যে ভর্তি হয়েছে ৯৮ জন। নতুন করে মাষ্টার ডিগ্রী কোর্স চালু হওয়া কলেজ গুলি হল মহিলা মহাবিদ্যালয়, এম বি বি মহাবিদ্যালয় , ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় বিলোনীয়া, গর্ভমেন্ট ডিগ্রী কলেজ ধর্মনগর, রাম কৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাশহর এবং নেতাজী সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর। এর জন্য ১২ লেকচারকে নিয়োগ করা হয়েছে। এদিন মাষ্টার ডিগ্রী কোর্সের সূচনা অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ বলেন রাজ্য সরকার শিক্ষাকে সর্বাধিক প্রধান্য দিয়েছে। ইচ্ছা থাকলে এই কাজ আগেও সম্ভব ছিল। প্রকৃত শিক্ষা প্রদান করা না গেলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব নয়। তথ্য, প্রযুক্তির উন্নতির জন্য ট্রিপল আই টি স্থাপন করেছে সরকার। এই কাজ আগেও হতে পারত। কিন্তু করা হয়নি বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। গুণগত শিক্ষার জন্য জিন্দাবাদ করতে হয় না। একবার কোন ছাত্র ছাত্রী মনেপ্রাণে মহাবিদ্যালয়ে এলে কোন শক্তি তাকে পরাস্ত করতে পারে না বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। এদিনের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান অরুণোদয় সাহা, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা সহ অন্যান্যরা।