Friday, March 29, 2024
বাড়িরাজ্যনিজ এলাকা পরিদর্শন করলেন মেয়র

নিজ এলাকা পরিদর্শন করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : মঙ্গলবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের নিজ বিধানসভা কেন্দ্র ১৬ নং ওয়ার্ড তথা রামনগর এক নম্বর রোড স্থিত এলাকা পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। এলাকার উন্নয়নমূলক কাজ পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন সমস্যা বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে অবহিত হন তিনি। এদিন এলাকায় নির্মাণ হওয়ার ড্রেইন পরিদর্শন করে ঠিকাদার এবং শ্রমিকদের সাথে কথা বলেন। দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেন।

পাশাপাশি রাস্তাঘাটে চরম দুর্দশা চাক্ষুষ করেন তিনি। স্থানীয়রা মেয়রকে কাছে পেয়ে এই উন্নয়নমূলক কাজগুলি দ্রুত সম্পন্ন করার জন্য এবং মশার উপদ্রুব থেকে রেহাই পাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতে জানান। পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগরতলা শহর নতুন ভাবে সাজিয়ে তোলার জন্য পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। ড্রেইনগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা পাশাপাশি সংস্কার করার জন্য কাজ চলছে। দীর্ঘ সময় ড্রেইনগুলি পরিষ্কার করা হয়নি এবং সংস্কারের অভাবে ভুগছিল। তাই এই ড্রেইনগুলি সংস্কার করার জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যে সব পুকুর রয়েছে সে পুকুরগুলি সংস্কার করে ব্যবহারের উপযোগী করে তোলা জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। স্মার্ট সিটিতে নাগরিক পরিষেবা উন্নত করতে উদ্যোগ নেয়া হয়েছে। এবং শহরে কভার ড্রেইন তৈরি করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য কেন্দ্রীয় সরকার থেকে ফান্ড দিয়ে এবং রাজ্য সরকার থেকে বিশেষভাবে সহযোগিতা করা হচ্ছে। দীর্ঘ ২৫ বছরে যে সমস্যার সমাধান হয়নি সেই সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে জানান তিনি। মেয়র এদিন দাবি করেন, এটা তার নির্বাচনী এলাকা। এলাকা থেকে প্রতিষ্ঠিত হয়ে তিনি এখন পর্যন্ত ৮০ শতাংশের অধিক কাজ সম্পন্ন করতে পেরেছেন। আগামী দুই মাসের মধ্যে স্টিট লাইট, পানীয় জল সহ সমস্ত সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন মেয়র দীপক মজুমদার। মেয়রের সাথে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য