স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : দুয়ারে ভোট। কিন্তু আন্দোলন বন্ধ হওয়ার নাম নেই। দিকে দিকে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা সহ রাস্তাঘাটের জন্য আপামর জনগণ দাবী তুলছে। তাই এবার পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে যতনবাড়ি স্থিত চেলাগাং -এর পবিন পাড়া এলাকার মানুষ বিক্ষোভের সামিল হয়। দীর্ঘদিন ধরে পানীয় জল না পেয়ে এবং রাস্তার বেহাল দশার কারণে মানুষ দুর্ভোগের শিকার। এলাকার প্রামিলা বাহিনী কাছ থেকে জানা যায় বেশ কয়েকদিন যাবৎ এলাকায় পানীয় জল পরিষেবা সঠিকভাবে মিলছে না।
সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দ্বারস্থ হলে তারা বিভিন্নভাবে তালবাহানা করে চলেছে। এলাকাবাসী জানায়, দপ্তরে আধিকারিকদের দ্বারস্থ হওয়ার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের বহুবার অবগত করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দীর্ঘখন পথ অবরোধ চলার পর পূর্ত দপ্তরের আধিকারিরা ঘটনাস্থলে ছুটে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে। অবশেষে অতি দ্রুত পানীয় জল পরিষেবা এবং রাস্তাটির সংস্কার কাজ শুরু করা হবে বলে আশ্বস্ত করা হলে অবরোধকারীরা আন্দোলন প্রত্যাহার করে। এলাকাবাসী জানায় আশ্বাস অনুযায়ী যদি দ্রুত পরিষেবা না মিলে তাহলে পুনরায় বৃহত্তর আন্দোলনের শামিল হবে তারা।