স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : শুক্রবার ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আটক TR 01 B-1747 নম্বরের খালি লরি। এ লরি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা। জানা যায়, গাড়ির কেবিনে থাকা মোট ৬৯ টি পেকেটে ৪০৪ কেজি গাঁজা আটক করে। যার বাজার মূল্য প্রায় আট লক্ষাধিক টাকা বলে জানায় পুলিশ। অবশ্য এই গাঁজা পাচার কাণ্ডে চালক ও সহচালককে পাকড়াও করা হয়েছে। ধৃতরা হলো সুজন মিয়া ও ইমদাদুর হক।
দুজনেরই বাড়ি ত্রিপুরার সোনামুড়ায়। ধৃতরা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে, তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে জেলা আদালত করিমগঞ্জে প্রেরণ করা হবে। এদিকে ধৃতরা জানায় জিরানিয়া থেকে এই গাঁজা বোঝাই লরিটি অসমের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এবং এ পাচার চক্রের সাথে মূলত কারা জড়িত রয়েছে তা নেই তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্য পুলিশের বহু থানা জাতীয় সড়কে পাশে রয়েছে। কিন্তু এই থানার সামনে দিয়ে পাচার হচ্ছে কোটি কোটি টাকার গাঁজা। কিন্তু পুলিশ আটক করছে না গাঁজা বোঝাই লরি। শুক্রবারো জিরানিয়া থেকে গাঁজা বহির্রাজ্যে প্রাচারের সময় আসাম পুলিশের হাতে আটক হল লরি। কিন্তু ত্রিপুরার এতগুলি থানার সামনে দিয়ে গাঁজা পাচার হলেও পুলিশ সেই গাঁজা আটক করল না। এর পেছনে পুলিশের গোপন বোঝাপড়া নাকি কর্তব্যের গাফিলতি, জনমনের সৃষ্টি করছে প্রশ্ন।