স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বুধবার পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী রাজ্য পুলিশের সদর দপ্তরে সকল স্তরের পুলিশ কর্মীদের নিয়ে পর্যালোচনামূলক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। কারণ সম্প্রতি রাজ্যে গুলি কাণ্ডের ঘটনা, ধর্ষণ, গণধর্ষণ সহ একাধিক ঘটনা সংগঠিত হয়েছে। মানুষ দাবি তুলেছে নিরাপত্তার। তাই পুলিশ আধিকারিকদের সাথে পর্যালোচনা মূলক বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের সদর দপ্তরে যাওয়ার পর প্রথমে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে অনুষ্ঠিত হয় পর্যালোচনা বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক ভি.এস যাদব সহ রাজ্য পুলিশের অন্যান্য আধিকারিক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্যরা। এইদিনের পর্যালোচনা মিটিং-এ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পর্যালোচনা মিটিং শেষে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান এইদিনের মিটিং-এ বিভিন্ন জেলার পুলিশ সুপারদের সাথে কথা বলেছেন তিনি।
মিটিং-এ উঠে এসেছে রাজ্যের আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে। সামনেই নির্বাচন, নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলার যেন কোন অবস্থাতেই অবনতি না ঘটে সেই দিকে নজর রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে কিছু কিছু সমস্যার কথা তুলে ধরা হয়েছে। কিছু কিছু থানায় পুলিশ কর্মীর সঙ্কট রয়েছে। সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এইদিন মুখ্যমন্ত্রী আরও জানান আইন-শৃঙ্খলা ঠিকঠাক না থাকলে আগামিদিনে উন্নয়ন সম্ভব হবে না। বর্তমানে সরকারের সময়ে মানুষ খুশি। সরকারের উপর মানুষের সমর্থন রয়েছে। নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলার অবনতি কারার চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক দল গুলি। এইটা কোন ভাবেই বরদাস্ত করা হবে না। সেই বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন বিধানসভার নির্বাচনে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।