Friday, April 19, 2024
বাড়িরাজ্যশিক্ষামন্ত্রীর বাড়ি ও গাড়ি ঘেরাও করে বিক্ষোভ চাকরি প্রত্যাশী যুবক-যুবতীদের

শিক্ষামন্ত্রীর বাড়ি ও গাড়ি ঘেরাও করে বিক্ষোভ চাকরি প্রত্যাশী যুবক-যুবতীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : নিয়োগের দাবিতে আবারো শিক্ষামন্ত্রীর বাড়ি ও গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো ২০২২ সালে এস টি জি টি উত্তীর্ণ চাকুরী প্রত্যাশী যুবক-যুবতীরা। তাদের অভিযোগ, এস টি পরীক্ষার্থীদের ব্যাকলগ পোষ্ট গুলি সরকার নিয়োগ করার কোন উদ্যোগ নিচ্ছে না। আর কয়েকদিন পরই বিধানসভা নির্বাচনের ঘন্টা বেজে যাবে। তাই অতিসত্বর নিয়োগ করার দাবীতে প্রথমে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এস টি জি টি উত্তীর্ণরা।

 তাদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রীকে অবগত করা হয় ২০১৬-১৭ –র নোটিফিকেশন অনুযায়ী অনেক গুলি শূন্য পদ রয়ে গেছে। তাই ২০২২ সালে এস টি জি টি উত্তীর্ণ সমস্ত এস টি পরীক্ষার্থীদের এক সঙ্গে নিয়োগ করা হোক। কিন্তু শিক্ষামন্ত্রী তাদের জানান এই ধরনের কোন নিয়ম নেই শিক্ষা দপ্তরে। ফের তাদের পক্ষ থেকে দাবি করা হয়, অন্যদপ্তর পারলে কেন শিক্ষা দপ্তর তা করতে পারবে না। ২৩০ টি শূন্য আসনেই পূরণ করা সম্ভব বলে তাদের জানান শিক্ষামন্ত্রী। এর বেশি চাকুরী প্রদান সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।  ব্যাকলগ পোষ্ট গুলি সম্পর্কে তিনি কিছু বলতে চাননি। এরপর তাদের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এস টি জি টি উত্তীর্ণ এস টি পরীক্ষার্থীরা। পরবর্তী সময়ে শিক্ষামন্ত্রী বাস ভবন থেকে বের গাড়িতে উঠার পর মন্ত্রীর গাড়ি ঘেরাও করে বেকার যুবক যুবতীরা বিক্ষোভ প্রদর্শন করে। এবং দাবি জানায় নিয়োগ করা হবে না কেন সে বিষয়ে মন্ত্রীকে জবাব দিতে হবে। কিন্তু কোনক্রমে ঘটনাস্থল থেকে গাড়িতে করে অন্যত্র চলে যান মন্ত্রী রতন লাল নাথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের কালঘাম ছুটে। তবে চাকরির প্রত্যাশী যুবক-যুবতীরা এদিন জানায় সরকারের এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী দিনে আন্দোলন আরো বড় আকার ধারণ করবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য