স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ নভেম্বর : পানীয় জলের দাবিতে পথ অবরোধের শামিল এলাকাবাসী। ঘটনা শুক্রবার সকালে তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা যায়, মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সঙ্কট চলছে। পানীয় জলের তীব্র সঙ্কটের ব্যাপারে এলাকার স্থানীয় জনগণ বহুবার স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের আধিকারিক’কে জানালেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোন ধরনের কর্ণপাত করে নি বলে অভিযোগ স্থানীয়দের।
তাই বাধ্য হয়ে শুক্রবার পানীয় জলের দাবিতে মাইগঙ্গার রেল ব্রিজ এলাকায় পথ অবরোধে শামিল হয় তারা। দীর্ঘ প্রায় এক ঘন্টা যাবত চলে পথ অবরোধ। এদিকে পথ অবরোধের খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ সহ এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা। শেষ পর্যন্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করলে তারা পথ অবরোধ মুক্ত করে। এখন দেখার বিষয় কবে নাগাদ সমস্যার সমাধান হয়।