Friday, February 14, 2025
বাড়িখেলাবিশ্বকাপ দল ঘোষণার ২ দিন পর জাপান শিবিরে চোটের ছোবল

বিশ্বকাপ দল ঘোষণার ২ দিন পর জাপান শিবিরে চোটের ছোবল

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  আগরতলা, ৪ নভেম্বর: ২৫ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের চোট পাওয়ার বিষয়টি বৃহস্পতিবার জানায় তার ক্লাব হাডার্সফিল্ড টাউন।ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির লিগ চ্যাম্পিয়নশিপে গত বুধবার ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে অ্যাকিলিস টেন্ডনে চোট পান নাকাইয়ামা। সেরে উঠতে তার অস্ত্রোপচার প্রয়োজন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।আগামী ২০ নভেম্বর শুরু হবে এবারের বিশ্বকাপ। এর জন্য দলগুলোকে স্কোয়াড ঘোষণার তারিখ ১৪ নভেম্বর বেঁধে দিয়েছে ফিফা।তবে সেই পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন মনে করেননি জাপানের কোচ হাজিমে মোরিয়াসু। জাতীয় দলের হয়ে ১৭টি ম্যাচ খেলা নাকাইয়ামাকে নিয়েই গত মঙ্গলবার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন তিনি।বিশ্বকাপের ইতিহাসে কখনোই শেষ ষোলোর বৈতরণী পার হতে না পারা জাপান আগামী ২৩ নভেম্বর জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে। ‘ই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্পেন ও কোস্টা রিকা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য