Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যবর্তমান সরকার মানুষের সরকার : মুখ্যমন্ত্রী

বর্তমান সরকার মানুষের সরকার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ নভেম্বর : মুখস্থ করা কিছু কথা বারে বারে বলে যাচ্ছে রাজ্যের বিরোধী রাজনৈতিক নেতারা। কিন্তু বর্তমান সরকার সবকিছু করছে। যাদের ঘর নেই তাদের ঘর দেওয়া হচ্ছে। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে। চক্রান্তকারিদের বিরুদ্ধে সকলকে একসাথে সোচ্চার হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বুধবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে এমনটা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজধানীর উজ্জয়ন্ত প্যালেসের সামনে আয়োজিত এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে পাড়ায় পাড়ায় থাকা ক্লাব গুলির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কারন ক্লাব গুলি জানে কোথায় কি হচ্ছে। সরকার চেষ্টা করছে। নেশাগ্রস্তদের কোন দোষ নেই। নেশা সামগ্রী কোথায় থেকে আসছে তার উৎস খুঁজে বের করতে হবে। সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। আরক্ষা প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। কোন অবস্থায় ত্রিপুরা রাজ্যে নেশা সামগ্রী প্রবেশ করতে দেওয়া হবে না। আবার রাজ্য থেকেও কোন ধরনের নেশা সামগ্রী পাচার করতে দেওয়া হবে না। দীর্ঘ বছর ধরে রাজ্য গাঁজার চাষ হয়। উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্যে সর্বাধিক নেশা সামগ্রী ও গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

সরকার একা কোন কিছু করতে হবে না। সকলকে এগিয়ে আসতে হবে। সরকারের দায়িত্ব সকলের মৌলিক সমস্যা গুলির সমাধান করা। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়িকা মিমি মজুমদার, আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, রাজ্য পুলিশের মহা নির্দেশক সহ অন্যান্যরা। এইদিনের অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পূর্ব ঘোষণা মোতাবেক সমগ্র রাজ্য থেকে বিভিন্ন বিভাগে নির্বাচিত দুর্গাপূজা উদ্যোক্তাদের পুরুস্কার প্রদান করা হয়। নির্বাচিত পূজা উদ্যোক্তাদের হাতে ট্রফি সহ শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠানে অন্যান্য পূজা উদ্যোক্তাদের উপস্থিত ছিল লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য