স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ নভেম্বর : মদমত্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় আইজিএম হাসপাতালে মৃত্যু হলো এক প্রসূতি মায়ের। শিশু জন্মের পর একসাথে তিনটি ঘুমের ইঞ্জেকশন দিয়ে মৃত্যু কূলে ঠেলে দিলেন চিকিৎসক বলে অভিযোগ। অতিরিক্ত মদমত্ত হয়ে এই ঘটনা করেছেন অভিযুক্ত চিকিৎসক। ঘটনার বিবরনে জানা যায় আগরতলার আইজিএম হাসপাতালে গর্ভবতী অবস্থায় ভর্তি করানো হয়েছিল এক গৃহবধূকে। কিন্তু সন্তান প্রসবের পর এই প্রসুতি মায়ের প্রেসার হাই ছিল। এই প্রসূতি মাকে নাকি তিনটে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। অভিযোগ মৃতার পরিবারের। তাদের প্রশ্ন প্রেসার হাই থাকলে প্রেসারের ঔষধের পরিবর্তে কেন ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলো ?
মৃতার নাম দেবিকা দেবনাথ(২৩)। বাড়ি জয়পুর বিএসএফ ক্যাম্প এলাকায়। বিয়ে হয়েছিল কাঞ্চনমালা চা পাতা বাগান এলাকার লিন্টু দেবনাথের সঙ্গে। প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়লো মৃতার পরিবারের লোকজন। তাদের দাবি নেশাগ্রস্ত অবস্থায় নাকি অপারেশন করা হয়েছে এই গৃহবধূর। ঘটনার পর আইজিএম হাসপাতালে ছুঁটে আসে পশ্চিম থানার পুলিশ। প্রশ্ন হচ্ছে রাজ্যের দ্বিতীয় রেফারেল হাসপাতালের মধ্যে চিকিৎসকের যদি এতটা অমানবিক এবং কাণ্ডজ্ঞানহীন দায়িত্ব হয়ে থাকে তাহলে জবাব দিয়ে দেবে? ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করল মৃতার পরিবারের লোকজনেরা। তারা জানান পুলিশ যদি অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা প্রয়োজনে আদালতে দ্বারস্থ হবে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য যাতে তদন্ত কমিটি গঠন করা হয় তার জন্য এই দিন হাসপাতালে অন্যান্য রোগী ও রোগীর পরিজনেরা দাবি জানায়। এই অমানবিক ঘটনায় কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার।