Monday, February 10, 2025
বাড়িরাজ্যমহিলা কমিশনে প্রদেশ মহিলা কংগ্রেসের বিক্ষোভ

মহিলা কমিশনে প্রদেশ মহিলা কংগ্রেসের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : কুমারঘাট, কল্যাণপুর, কৈলাসহর সহ রাজ্যে বিভিন্ন স্থানে ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনার প্রতিবাদে আন্দোলন এবার আছড়ে পড়েছে আগরতলা শহরে। শুক্রবার মন্ত্রী ভগবান দাসের পুত্র এবং কল্যাণপুরে ধর্ষণকারী বিজেপি নেতাকে অতিসত্বর গ্রেফতারের দাবিতে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল সংঘটিত করা হয়। এদিন বিক্ষোভ মিছিলটি প্রদেশ কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মহিলা কমিশনে গিয়ে বিক্ষোভ দেখায়।

এদিন মহিলা কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় এতগুলি নারী সংক্রান্ত অপরাধমূলক ঘটনা সম্প্রতি ঘটে যাওয়ার পরেও রাজ্যের মহিলা কমিশনের এখন পর্যন্ত কোন রকম বিবৃতি নেই। পুরোপুরি নিষ্ক্রিয় ভূমিকা পালন করে চলেছে ত্রিপুরা মহিলা কমিশন। এবং দাবি জানান মন্ত্রীর ছেলে গণধর্ষণ কাণ্ডে জড়িত হওয়ার পরেও এখন পর্যন্ত সুষ্ঠু বিচারের জন্য পুলিশের কোনরকম পদক্ষেপ নেই। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো রাজ্য মহিলা কমিশনের কোন ভূমিকা নেই। দাবি জানানো হচ্ছে অবিলম্বে অভিযুক্ত মন্ত্রীর ছেলেকে গ্রেপ্তার করা পাশাপাশি মন্ত্রীকে বরখাস্ত করার জন্য দাবি জানানো হচ্ছে। নাহলে এই আন্দোলন আরো তীব্রভাবে ছড়িয়ে পড়বে হুঁশিয়ারি দেন। আরো দাবি করেন কল্যাণপুরের ঘটনার সাথে জড়িত উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যের স্বামীকে গ্রেপ্তার করে কঠোর সাজা ব্যবস্থা করতে হবে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম থানার পুলিশ। দীর্ঘ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এদিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য