Saturday, February 8, 2025
বাড়িরাজ্যপুলিশ স্মৃতি দিবস উদযাপন

পুলিশ স্মৃতি দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর : শুক্রবার অরুন্ধতীনগর পুলিশ মাঠে পুলিশ স্মৃতি দিবস অনুষ্ঠিত হয়। পুলিশ স্মৃতি দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ মানিক সাহা, মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য আধিকারিকেরা। এদিন শুরুতে স্মৃতি সৌধতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। পুলিশ স্মৃতি দিবসে শ্রদ্ধা জানায় টি এস আর ব্যাটেলিয়ানের জওয়ান।

 ত্রিপুরাতে শহীদ সাব ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিকের পরিবারকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।  পুলিশ ২৪ ঘণ্টা মানুষের সঙ্গে রয়েছে। মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তারা। সমাজের অঙ্গ পুলিশ। সমগ্র দেশে এই দিনটি পুলিশ স্মৃতি দিবস হিসাবে পালন করা হয়। ১৯৫৯ সালে লাদাখে পেট্রোলিং –র সময় চায়না সীমান্তে আক্রমণ চালানো হয়। সেই সময় বহু সি আর পি এফ জওয়ান শহীদ হয়। এরপর দিনটিকে স্মরণীয় করে রাখতে ১৯৬০ সালের ২১ অক্টোবর থেকে পুলিশ স্মৃতি দিবস পালন করা হচ্ছে। রাজ্যে সত্যজিৎ মল্লিক দায়িত্ব প্রতিপালন করতে গিয়ে শহীদ হন বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন শহীদ সত্যজিৎ মল্লিকের স্মৃতিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। আর্থিক দিক থেকে সহায়তা করা হয়েছে। এই শহিদের অবদান ভোলার নয় বলে জানান মুখ্যমন্ত্রী। তাদের পরিবারের সঙ্গে সরকার রয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য