Saturday, February 8, 2025
বাড়িরাজ্যমথার এম ডি সি যোগদান করলেন ভাজপায়

মথার এম ডি সি যোগদান করলেন ভাজপায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর :  মথা বণাম ভাজপার লড়াই ক্রমশ উত্তপ্ত করে চলছে পাহাড়কে। এর মধ্যে দিয়ে চলছে থানসার ডাক, আবার অংকের কষাকষি। যার ফলে বিধায়ক ও এমডিসি’রা একের পর এক দল পরিবর্তন করে সামিল হচ্ছে লাভজনক দলে। তার রীতিমতো গত কয়েক মাস ধরে ষ্পষ্ট হয়ে যাচ্ছে। উল্লেখ্য, ত্রিপুরায় কেন্দ্রীয় নেতৃত্বদের ভিড় বাড়ার সাথে সাথে থানসার মথা ছেড়ে বিজেপি দলে ফিরেছেন বহু নেতৃত্ব।

শুক্রবার তিপ্রা মথা দল ছেড়ে পুনরায় বিজেপি দলে যোগদান করলেন এডিসি-র এমডিসি বিদ্যুৎ দেববর্মা। শুক্রবার রবীন্দ্র ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যর হাত ধরে তিনি বিজেপি দলে যোগদান করেন। বিজেপি দলে যোগদান করার পর তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান পিছিয়ে পড়া মানুষকে একমাত্র বিজেপি সামনের সারিতে নিয়ে আসতে পারে। তাই তিনি পুনঃরায় বিজেপি দলে যোগদান করেছেন। তিনি আরও বলেন বর্তমানে এডিসি এলাকার যথেষ্ট উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন আগে মানুষ ভাবতেই পারে নি। কিন্তু এই উন্নয়নের আরও প্রচার প্রয়োজন। আগামিতে দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করবেন বলেও জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য