Monday, February 17, 2025
বাড়িরাজ্যযান দুর্ঘটনা রুখতে এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধ

যান দুর্ঘটনা রুখতে এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর :  একই দিনে যান দুর্ঘটনায় স্কুল ছাত্রী এবং এক সবজি ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় পথ অবরোধে বসলো এলাকাবাসীরা‌ এবং সকুলের ছাত্র-ছাত্রীরা। জানা যায়, বিশালগড় থানাধীন চড়িলামে সাব্রুম – আগরতলা জাতীয় সড়কে বৃহস্পতিবার দুপুরে এবং সন্ধ্যায় এক স্কুল ছাত্রী সহ এক প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়।

তারই জের ধরে চরিলাম এলাকাবাসীরা এবং চড়িলাম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সাব্রুম – আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবং স্থানীয় এলাকাবাসীদের দাবি চড়িলাম এলাকায় সাব্রুম আগরতলা জাতীয় সড়কে সিসিটিভি ক্যামেরা লাগানো সহ রাস্তায় স্পিড ব্রেকার, ট্রাফিক পয়েন্ট বসানো, বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থা করা সহ একাধিক দাবি নিয়ে রাস্তা অবরোধ করে। রাস্তা অবরোধের ফলে রাস্তার দুই পাশে অনেক গাড়ি আটকা পড়ে যায়। ছুটে আসে বিশালগড় থানার পুলিশ ও বিশাল টিএসআর সহ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, সিপাহীজলা জেলা জেলা পুলিশ সদর কার্যালয়ের ডিএসপি রণধীর দেববর্মা। পরে পুলিশ আধিকারিকরা সহ বিদ্যালয় কর্তৃপক্ষ এক বৈঠকে করে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য