Saturday, February 15, 2025
বাড়িরাজ্যসাংগঠনিক দিক চাঙ্গা করার জন্য বৈঠক ভাজপার

সাংগঠনিক দিক চাঙ্গা করার জন্য বৈঠক ভাজপার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর :  আর কয়েক মাসের মধ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। বিজেপির জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় হলো সাংগঠনিক দিক। বিজেপির সাংগঠনিক দিকে একাধিক জটিলতার রয়েছে বলে প্রতিদিন রাজ্য সফরে আসছেন বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতৃবৃন্দ। এই কেন্দ্রীয় স্তরের নেতৃবৃন্দ বিমানবন্দর থেকে প্রদেশ বিজেপি কার্যালয় এবং পরে সাংগঠনিক বৈঠক পর্যন্ত তাদের ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। কারণ ঘর না গুছিয়ে ময়দানে নামার প্রস্তুতি নিতে পারছে না বলে মনে করছে রাজনৈতিক মহল।

শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভারতের জনতা পার্টির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি নির্বাচনী প্রভারী ডা. মহেন্দ্র সিং, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় প্রবক্তা তথা উত্তর পূর্বাঞ্চলের সংযোজক সম্বিত পাত্রা, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে সাংগঠনিক বৈঠকের সূচনা হয়। আলোচনা হয় আসন্ন নির্বাচনে রণকৌশল তৈরি করার বিষয়ে। কিন্তু এই দিন আবারো স্পষ্ট হয়ে গেছে যেখানে শাসক দল সাংগঠনিক বৈঠকে ব্যস্ত, সেখানে রাজ্যের বিরোধী দলগুলি কৌশল সাজাতে ব্যস্ত। বিশেষ করে প্রধান বিরোধীদল সিপিআইএম। কারণ বৃহস্পতিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগরতলা শহরে সিপিআইএম দলীয় অফিসগুলিতে এসে জমতে শুরু করে সিপিআইএম কর্মী সমর্থকরা। এবং শুক্রবার সকাল থেকে শহরে জনঢল নামে কর্মী সমর্থকদের। যা বিজেপির জন্য বড় চিন্তার কারণ হয়েও দাঁড়াতে পারে। তাই এবার ময়দানে বিজেপি ও সিপিআইএম -এর বড় চ্যালেঞ্জের লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য