স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর : হাঁপানিয়া হাসপাতালের সাফাই কর্মীদের কাছ থেকে ৫০০ টাকা করে চাঁদা সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল প্রদেশ বিজেপির মহিলা মোর্চার চাঁদা সংগ্রহকারীরা। চাঁদা সংগ্রহকারী কয়েকজন বুধবার হাসপাতালে গিয়ে সাফাই কর্মীদের কাছে ৫০০ টাকা করে চায়। তখন সাফাই কর্মীরা স্পষ্ট জানিয়ে দেয় ৫০০ টাকা করে চাঁদা দিতে পারবে না।
কারণ তাদের সংসার পরিচালনা করা অসাধ্যকর হয়ে পড়বে। কিন্তু তারপরও মহিলা মোর্চার চাঁদা সংগ্রহকারীরা একটি এনজিও সংস্থার নাম করে চাঁদা তুলতে চায় বলে অভিযোগ। আরো অভিযোগ তারা সাফাই কর্মীদের বিজেপি নেত্রী পাপিয়া দত্তের নাম করে হুমকি দেয়। শেষ পর্যন্ত হাসপাতালের সাফাই কর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে আসতে বাধ্য হয় মহিলা মোর্চার প্রতিনিধি দল বলে অভিযোগ। পরবর্তী সময় সাফাই কর্মীরা জানায় তাদের স্বল্প মজুরিতে কাজ করে সংসার পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও এই চাঁদাবাজির জুলুম কমে নি। তাহলে এই সরকার প্রতিষ্ঠিত হয়ে কি লাভ হয়েছে, এমনটাই প্রশ্ন তুলতে শুরু করে সাফাই কর্মীরা।