Saturday, July 27, 2024
বাড়িরাজ্যচাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের আবারো হতাশ করলেন শিক্ষামন্ত্রী

চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের আবারো হতাশ করলেন শিক্ষামন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর :  ১০,৩২৩ -এর একটা ছোট্ট অংশ ইতিমধ্যে টেট পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেছে। আগামী কিছুদিনের মধ্যে যখন জে আর বি টি -র ফলাফল ঘোষণা হবে তখন দেখা যাবে সেখানো কয়েকজন উত্তীর্ণ হবে। সুতরাং তারা অযোগ্য নয়, তাদের চাকুরির পরীক্ষায় বসে বিভিন্ন দপ্তরে নিয়োগ হওয়ার যোগ্যতা রয়েছে সরকার সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের উর্ধ্বে উঠে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না।

চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে বুধবার মহাকরণে বক্তব্য রেখে এমনটাই বললেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিকে আগামী ২০ অক্টোবর তথা বৃহস্পতিবার থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন আমরণ অনশনে বসতে চলেছেন ১০,৩২৩ ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ সংগঠন। তারা সরকারের উদ্দেশ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেও তাদের কোন ধরনের আশ্বাস মিলে নি। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন দুর্গাপূজার পর তাদের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ না করা অনির্দিষ্টকালের জন্য অনুষ্ঠানে বসে ১০,৩২৩ ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ সংগঠন। বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংরক্ষণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সংগঠনের নেতৃত্ব প্রশান্ত দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য