Friday, March 29, 2024
বাড়িরাজ্যদিকে দিকে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ

দিকে দিকে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ অক্টোবর :  সিএনজি, পিএনজি সহ পেট্রোল ডিজেল অন্যান্য সামগ্রী অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের চাক্কা জ্যাম কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন আমবাসা ও সোনামুড়াতে প্রতিবাদে সামিল হয় তৃণমূল কংগ্রেস। পুলিশ কর্মসূচিতে অংশ নেওয়া তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের গ্রেফতার করে। মঙ্গলবার আমবাসা মহকুমায় তৃণমূল কংগ্রেস শাসক দলের বিরুদ্ধে সরব হয়। দ্রব‍্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে তৃণমূল আমবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে আমবাসা বন দপ্তরের সামনে জাতীয় সড়ক অবরোধে বসে। এদিকে পুলিশ কিছুক্ষণের পর আন্দোলন কারীদের গ্রেপ্তার করে। এদিকে তৃণমূল কংগ্রেসের এক নেতৃত্ব জানান বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই জারি থাকবে। পুলিশ লেলিয়ে তৃণমূল কর্মীদের আটকানো যাবে না। কর্মসূচীতে ছিলেন তৃণমূল আমবাসা ব্লক সভাপতি অসিত ঘোষ, সুমন দে, উত্তম কলই সহ অনান‍্য নেতৃবৃন্দ।

এদিকে সোনামুড়া মোটর স্ট্যান্ডের সামনে ট্রাই অ্যাঙ্গেলে তৃণমূল কংগ্রেসের চাক্কা জ্যাম কর্মসূচি অনুষ্ঠিত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সোনামুড়া থানার পুলিশ। পুলিশ কর্মসূচিতে অংশ নেওয়া তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে নিয়ে যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য