Friday, March 29, 2024
বাড়িরাজ্যদুটি বিশেষ ট্রেনের সম্প্রসারণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি

দুটি বিশেষ ট্রেনের সম্প্রসারণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ অক্টোবর : রাজ্যের রেল পরিষেবা উন্নয়নের নয়া দিগন্তের সূচনা হয় বৃহস্পতিবার সকালে। এদিন উত্তর পূর্বাঞ্চলে উন্নত সংযোগ ব্যবস্থার জন্য আগরতলার বাধারঘাট  রেলস্টেশন থেকে  দুটি বিশেষ ট্রেনের সম্প্রসারণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।

 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা , উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা এবং পরিবহন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন সবুজ পতাকা নেড়ে আগরতলা ষ্টেশন থেকে আগরতলা- জিরিবাম- আগরতলা জনশতাব্দী এক্সপ্রেসের খোংসাং মনিপুর পর্যন্ত সম্প্রসারণ ও গুয়াহাটি- কলকাতা- গুয়াহাটি এক্সপ্রেসের আগরতলা পর্যন্ত সম্প্রসারণ এই দুটি ট্রেনের সূচনা করেন। ০২৫১৮/০২৫১৭ নাম্বারের ট্রেনটি  আগরতলা থেকে কলকাতা পর্যন্ত অতিরিক্ত সংযোগ ব্যবস্থা প্রদান করবে। একই সঙ্গে গুয়াহাটি ও আগরতলার মধ্যে ইন্টারসিটি পরিষেবা চালু হল। এছাড়া অসমের বরাক উপত্যকার জেলাগুলির মানুষের চাহিদাও পূরণ করবে। সপ্তাহে একদিন করে চলাচল করবে ট্রেনটি। অন্যদিকে ১২০৯৭/১২০৯৮ নাম্বার ট্রেনের পরিষেবা মণিপুরের নব নির্মিত খোংসাং ষ্টেশন পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। এতে মণিপুরের কিছু এলাকা প্রথমবারের জন্য ট্রেন সংযোগের সুবিধা লাভ করবে। আধুনিক ভিস্তাডোম এলএইচবি কোচ থেকে পাহাড় ও পর্বতের ৩৬০ ডিগ্রী দৃশ্য উপভোগ করা যাবে।   রেল আধিকারিক জানান ভারতীয় রেল এবং উত্তর পূর্বাঞ্চল ফ্রন্টিয়ার রেলের জন্য এই দিনটি ঐতিহাসিক। রাষ্ট্রপতি দুটি ট্রেনের সূচনা করেছেন। ভারতীয় রেল কেবল যোগাযোগের মাধ্যমই নয়, সামাজিক একতাতে ভূমিকা নিচ্ছে। প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইষ্ট পলিসির দরুন জনশতাব্দী এক্সপ্রেসের মাধ্যমে ইম্ফল পৌছতে সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা। অপর গাড়ি কলকাতা এবং আগরতলাকে যুক্ত করবে গৌহাটির মাধ্যমে। দেশকে এক সুত্রে বাঁধার কাজ করছে ভারতীয় রেল। পর্যটন বিকাশের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিচ্ছে বলে জানান তিনি। অত্যাধুনিক সুবিধা সম্পন্ন জনশতাব্দী এক্সপ্রেসের যাত্রা এদিন থেকে শুরু হয়েছে। আগামী দিনে রাজ্যে রেল পরিষেবার মানোন্নয়নে গৃহীত পরিকল্পনা গুলি দ্রুত বাস্তবায়িত হবে তার অপেক্ষায় রাজ্যবাসী। অন্যদিকে কলকাতা ও আগরতলার মধ্যে সংযোগের ক্ষেত্রে সপ্তাহে একদিন করে চলা ট্রেন পরিষেবার সম্প্রসারণের উপকৃত হবে যাত্রীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য