Saturday, February 8, 2025
বাড়িরাজ্য৮৮ -র জোট সরকারকে অনুসরণ করছে বি জে পি এবং আই পি...

৮৮ -র জোট সরকারকে অনুসরণ করছে বি জে পি এবং আই পি এফ টি সরকার : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : ১৯৮৮ সালে জোট সরকারের রূপ নিয়েছে বর্তমান বিজেপি এবং আই পি এফ টি সরকার। যেভাবে তৎকালীন সরকারকে মানুষ উচ্ছেদ করে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত করেছিল, সেই পথ অনুসরণ করবে রাজ্যের মানুষ। বুধবার পশ্চিম জেলা কমিটি অফিসে বীরচন্দ্র মনু -র শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমনটাই অভিমত ব্যক্ত করলেন বিরোধী দলনেতা মানিক সরকার।

তিনি এদিন তৎকালীন সময়ে ব্যাখ্যা দিয়ে বলেন, ১৯৮৮ সালে যে জোট সরকার ছিল তারা বহু প্রতিশ্রুতি দিয়ে সরকারে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু পরবর্তী সময় সেই সরকার প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় মানুষ তাদের উচ্ছেদ করে বামফ্রন্ট সরকারকে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু ২০১৮ সালে দেখা গেছে তৎকালীন সরকারের থেকে অধিক প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার। তাদের সরকারে আসতে সাহায্য করেছে বামফ্রন্ট বিরোধী শক্তি। এখন তারা ক্ষমতায় বসে প্রতিশ্রুতি পালন করতে পারছে না। কি কারনে তারা প্রতিশ্রুতি পালন করতে পারছে না সে বিষয়ে তাদের কোন উল্লেখ নেই। আর মানুষ যখন এটা বুঝতে পারছে তখন বিজেপি ফ্যাসিস্ট সুলভ আক্রমণ নামিয়ে আনছে। এবং বিজেপির মধ্যে বর্তমানে অসহিষ্ণুতা দারুণভাবে লক্ষ্য করা যাচ্ছে। কারণ জনগণের মধ্যে ক্রমবর্ধমান ক্ষোভ সৃষ্টি হয়ে আছে। আর এর থেকে মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি হচ্ছে। এবং যে জোট তৈরি করা হয়েছিল বিজেপি ও আইপিএফটি -র, তার ভাঙন শুরু হয়েছে। এবং যারা এই জোট সরকারের সাথে ছিল তারা আস্তে আস্তে দূরে সরতে শুরু করেছে। বিজেপি এবং আইপিএফটি সরকারের দুর্বলতা এবং জনবিচ্ছিন্নতার লক্ষণ। এর থেকে তাদের ভীতি তৈরি হচ্ছে। আর এই প্রক্রিয়া বুঝিয়ে দিচ্ছে ক্ষমতাশীল এই সরকার কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। কিন্তু তারপরও যদি বিজেপি যদি ভাবে ফ্যাসিস্ট সুলভ আক্রমণের মধ্যে দিয়ে নতুন ইতিহাস তৈরি করবে তাহলে তারা ভুল ভাবছে বলে বর্তমান জোট সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা মানিক সরকার।  

মানুষ কিছুই ভুলবে না, এ সরকারকে উৎখাত করতে ঘরে ঘরে প্রস্তুতি নিতে শুরু করেছে। তাই এই মুহূর্তে কমিউনিস্টদের গুরু দায়িত্ব পালন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা মানিক সরকার। আয়োজিত স্মরণসভায় এই দিন এছাড়া উপস্থিত ছিলেন বিরোধী দলের উপ নেতা বাদল চৌধুরী, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারাও সরকারে সমালোচনা করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য