স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১২ অক্টোবর: ইউরোপ সেরার মঞ্চে বুধবার ইন্টারের মুখোমুখি হবে বার্সেলোনা। তিন ম্যাচে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার। শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। ভিক্তোরিয়া প্লাজেন এখনও কোনো পয়েন্ট পায়নি।গত মৌসুমে এই প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে ইউরোপা লিগে নেমে গিয়েছিল কাতালান দলটি। এবারও জেগেছে তেমন কিছুর শঙ্কা। যদি ইন্টারের বিপক্ষে তারা হারে এবং আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখ হার এড়ায়, তাহলে দুই ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।
প্রথম দেখায় গত সপ্তাহে ইন্টারের মাঠে ১-০ গোলে হেরেছিল শাভির দল। এবার ঘরের মাঠে কোনো ভুল করার সুযোগ নেই বলে মনে করেন বার্সেলোনা কোচ।সান সিরোতে হারের পরই শাভি বলেছিলেন, বাকি তিন ম্যাচ তাদের জন্য ফাইনাল। মঙ্গলবার সংবাদ সম্মেলনেও সেটি আরেকবার বললেন দলটির সাবেক এই মিডফিল্ডার। বাঁচা-মরার লড়াইয়ে শিষ্যদের আরও বেশি আক্রমণাত্মক হওয়ার তাগিদ দিলেন তিনি।“এটি একটি ফাইনাল। আমাদের ভুল করার কোনো সুযোগ নেই। আমরা আক্রমণে যাব এবং সাহসী হওয়ার চেষ্টা করব। ঘরের মাঠে দুর্দান্ত একটি ম্যাচ খেলার এবং কাম্প নউয়ে জাদুকরী রাত কাটানোর আশায় আমরা রোমাঞ্চিত।”“এই ম্যাচটি আমাদের নিজেদের প্রমাণ করার সুযোগ। ইন্টার মিলানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে এবং (লা লিগায়) সেল্তার ভিগোর বিপক্ষে প্রথমার্ধে আমরা যেমন খেলেছি, সেভাবে খেলতে হবে। আমাদের অবশ্যই আরও আক্রমণাত্মক হতে হবে। প্রতিপক্ষের রক্ষণে আরও বেশি যেতে হবে। আমাদের সবটা উজাড় করে দিতে হবে জয়ের জন্য।”