স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : দিনভর পূর্ব আগরতলা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদের পর বিকেলে সায়নী ঘোষকে গ্রেপ্তার করা হল।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, গাড়ি চাপা দিয়ে একজনকে খুনের চেষ্টা করেছিলেন তিনি। জামিন অযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে খবর। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই গ্রেপ্তারি।