স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ অক্টোবর : মঙ্গলবার রাজধানীর মহাত্মা গান্ধী স্কুলে ৩১ নং ওয়ার্ডের পক্ষ থেকে এলাকার গরিব দুঃস্থ পরিবারদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। বস্ত্র বিতরণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যে ২০১৮ সালের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গরিব অংশের মানুষের জন্য কাজ করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এবং সেবার মানসিকতা নিয়ে কাজ করে চলেছে ভারতীয় জনতা পার্টি। তারই অঙ্গ হিসেবে এই বস্ত্র বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছে ৩১ নং ওয়ার্ড এলাকায়। ওয়ার্ড কর্তৃপক্ষের এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সেবার মানসিকতা অব্যাহত রয়েছে কাজ করার আহ্বান জানান প্রদেশ সভাপতি। আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই দিন এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর এবং মন্ডল সভাপতি সহ অন্যান্যরা।