স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ অক্টোবর : দশমীর রাতে পুজো দেখতে এসে আক্রান্ত এক পরিবার। ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে পথ অবরোধ থেকে শুরু করে লঙ্কা কান্ড সংগঠিত হয়। ঘটনা বুধবার রাত তিনটে নাগাদ বিশালগড় থানার অন্তর্গত অফিসটিলা কালীবাড়ি স্থিত গ্রীন এরো ক্লাবের সামনে।
ঘটনার বিবরণে জানা যায় বুধবার রাতে পুজো দেখার জন্য বেরিয়েছিল মুরাবাড়ি এলাকার বাসিন্দা রাজিব দেব সহ তার পরিবারের লোকেরা। অভিযোগ এদিন রাতে পূজার দেখার জন্য বিশালগড় অফিসটিলা স্থিত গ্রীন এরো ক্লাবের সামনে আসতেই তাদের গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে গ্রীন এরো ক্লাবের সদস্য জয় সাহা, সোনাই পাটিয়াল সহ গ্রীন এরো ক্লাবের একদল যুবক প্রথমে রাজিব দেবকে মারধর করে। তারপর আক্রান্ত রাজীব দেবের পরিবারের লোকেরা এগিয়ে আসলে জয়, সোনাই সহ একদল দুর্বৃত্ত মীনাক্ষী সাহা দেব , সন্দীপ সাহা , প্রতিমা সাহা , রশুতোশ দেব -কেও মারধর করে। তাদের হাত থেকে রক্ষা পায়নি ১২ বছরের শিশু রিতেশ দেব।
তাকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয় বলে অভিযোগ। এর ফলে গুরুতর ভাবে আহত হয় মীনাক্ষী সাহা দেব সহ গাড়িতে থাকা প্রত্যেকে। ঘটনাকে কেন্দ্র করে রাত ৩টে নাগাদ লঙ্কাকান্ড বেধে যায় গ্রিন এরো ক্লাবের সামনে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আক্রান্তের পরিবারের লোকেরা। তারা এসে ক্লাবের সামনে পথ অবরোধ করে বসে।
এদিকে এই ঘটনার পর বিশালগড় থানার পুলিশের সহযোগিতায় আক্রান্ত মহিলাকে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। পরবর্তী সময় হাসপাতালে নিয়ে আসলে আক্রান্ত মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে হাপানিয়া হাসপাতালে রেফার করে। এদিকে পরবর্তী সময় ঘটনার বিবরণ জানিয়ে বিশালগড় মহিলা থানায় একটি অভিযোগ জানানো হয় জয়, সোনাই সহ একদল যুবকের বিরুদ্ধে। এখন দেখার দুষ্কৃতিকারীদের নাম ধাম সহ মামলা করার পর এখন পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে।