Friday, March 29, 2024
বাড়িরাজ্যবন্য দাঁতাল হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত পরিবার

বন্য দাঁতাল হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ অক্টোবর :   হাতির তাণ্ডবে সর্বশান্ত এক পরিবার। জানা যায়, ইদানিং প্রায় প্রতি রাতেই তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন বিভিন্ন হাতি প্রবণ এলাকায় বন্য দাঁতাল হাতির আক্রমণ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার রাতে তেলিয়ামুড়া ডি.এম কলোনি এলাকায় হঠাৎ করে বন্য দাঁতাল হাতিটি প্রবেশ করে। দীপক দাস নামে এক ব্যাক্তির বাড়িতে প্রথমে হাতিটি প্রবেশ করে এবং মাটির কোঠা ঘরে আক্রমণ চালায়।

 হাতির এই আক্রমণের ফলে মাটির কোঠা ঘরটি ভেঙ্গে তছনছ করে দেয়। ঘরের মধ্যে থাকা মুরগিগুলো মাটির নিচে চাপা পড়ে মৃত্যু ঘটে। শুধু তাই নয় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্রও নষ্ট হয়ে যায়।এদিকে এই এলাকায় হাতি আসার খবর তেলিয়ামুড়া বন দপ্তরের কাছে ফোনে জানিয়েছিল এলাকাবাসীরা। অভিযোগ প্রশিক্ষণপ্রাপ্ত বনদপ্তরের কোন কর্মী সেখানে পা রাখে নি। আরো অভিযোগ কয়েকজন এ.ডি.এস টিমের ভলেন্টিয়ারদের পাঠিয়ে দিয়েছে হাতি তাড়ানোর  সরঞ্জাম না দিয়ে। দু’এক প্যাকেট বাজি দিয়েই তাদের দায়িত্ব শেষ করে ফেলে। এমনকি দিলীপ দাসের বাড়িতে যখন বন্য দাঁতাল হাতিটি আক্রমণ চালায় সেই সময় এ.ডি.এস টিমের ভলেন্টিয়ারদের কাছে ছিলনা কোন বাজি। ফলে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। এদিকে এলাকাবাসী চাইছে তেলিয়ামুড়া বনদপ্তর যেন হাতি তাড়ানোর জন্য আরো বেশি সক্রিয় ভূমিকা গ্রহণ করে। কেননা হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য