স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর : জয়েন্ট একশন কমিটির ডাকে লাইফ ইন্সুরেন্স এজেন্ট এসোসিয়েশন আগরতলা শাখার পক্ষ থেকে শুক্রবার কর্মবিরতি পালন করা হয়। এদিন ১৬ দফা দাবি ভিত্তিতে তারা গণ অবস্থানে সামিল হয়েছে বলে জানায়। এরমধ্যে অন্যতম দাবি হলো পলিসি হোল্ডারদের বোনাস বৃদ্ধি করা।
এবং ঋণের সুদ কমাতে হবে। পাশাপাশি এলআইসি প্রিমিয়াম থেকে জে এস টি বাতিল করা। ৫ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আন্দোলন চলছে। প্রয়োজনে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এমনটাই জানান গনবস্থানে উপস্থিত শিলচর ডিভিশন ব্রাঞ্চের যুগ্ম সম্পাদক শান্তনু পাল। গণ অবস্থানটি অনুষ্ঠিত হয় প্যারাডাইস চৌমুহনি এলাকায়।