স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর : শুক্রবার রাজধানীর বনমালীপুর স্থিত এলাকায় ৯ বনমালী পুর কংগ্রেসের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়। শারদীয় দুর্গোৎসব এবং দীপাবলি উপলক্ষে এই বস্ত্র বিতরণের আয়োজন করে প্রদেশ কংগ্রেস। উপস্থিত ছিলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন।
তিনি এলাকার গরিব দুঃস্হ পরিবারদের হাতে বস্ত্র তুলে দেন। পরে বিধায়ক সুদীপ রায় বর্মন শারদ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন পুজোর দিনগুলি যাতে সকলের আনন্দের সাথে কাটে তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এই দিন তিনি উদ্যোক্তাদের অত্যন্ত প্রশংসা করেন।