স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর : প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাজুয়াল কর্মীদের নিয়মিত করা হয়নি। এখন আবার পুজোর অ্যাডভান্স, বোনাস বন্ধ করে দিল রাজ্য সরকার। এর প্রতিবাদে আইজিএম হাসপাতালে শুক্রবার বিক্ষোভ দেখায় ক্যাজুয়াল কর্মীরা। তারা জানান, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের নিয়মিত করা হবে বলে আশা ছিল। কিন্তু এই সরকারের সাড়ে চার বছর অতিক্রান্ত হয়ে গেল তাদের নিয়মিত করন করা হয়নি।
এবং দশ বছর হলেও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ করার যে সুযোগটি ছিল তা বাতিল করে দিয়েছে এই সরকার। কিন্তু এই ক্যাজুয়াল কর্মীরা দীর্ঘ ১০ বছরের অধিক সময় ধরে হাসপাতালে দায়িত্ব পালন করে আসছে। এখন আবার পুজোর সময় তাদের এডভান্স এবং বোনাস পাওয়ার যে সুযোগটি ছিল সেটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এর জন্য তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। দুর্গাপূজার পর তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানায় তারা। এবং আগামী দূর্গা পূজার পর রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হবে এভাবে কেন তাদের বিরুদ্ধে একের পরে এক তীব্র ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আর এর কোন সুরাহা না পেলে স্বাস্থ্য পরিষেবা বন্ধ রেখে তারা তীব্র আন্দোলন গড়ে তুলবে। কারণ গরিবের পেটে লাথি দিয়ে উন্নয়নের ফসল হয় না। তারা সকলেই স্বল্প মজুরিতে হাসপাতালে পরিষেবা দিয়ে থাকেন। কিন্তু দেখা গেছে এই পুজো মরশুমে বোনাস এবং এডভান্স বন্ধ হয়ে যাওয়ায় তারা তাদের পরিবারের হাতে নতুন জামা কাপড় তুলে দিতে পারছে না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এদিন সরাসরি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা দিকে আঙ্গুল তুলে বললেন, তিনি চিকিৎসকও বটে। সেই সুবাদে ক্যাজুয়াল কর্মীদের দুঃখ-কষ্ট বোঝার কথা ছিল। কিন্তু দেখা গেছে তিনিও বুঝেন না। তাই এ ধরনের বঞ্চনার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী দায়ী বলে অভিমত ব্যক্ত করেন তারা।