Thursday, April 18, 2024
বাড়িরাজ্যপর্যটন কেন্দ্র সকলের সামনে তুলে ধরার লক্ষ্যে কাজ চলছে : প্রনজিৎ

পর্যটন কেন্দ্র সকলের সামনে তুলে ধরার লক্ষ্যে কাজ চলছে : প্রনজিৎ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ সেপ্টেম্বর : মঙ্গলবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে ছয় দিন ব্যাপী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের পক্ষ থেকে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে ২২ সেপ্টেম্বর গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে হোম স্টে বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই দিন অনুষ্ঠিত হয়েছে পর্যটন বিষয়ক বাইক মিছিল। ২৩ সেপ্টেম্বর সাইকেল রেলি অনুষ্ঠিত হয় উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে মাতার বাড়ি পর্যন্ত। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর বিবেকানন্দ ময়দানে অ্যাডভেঞ্চার ট্যুরিজম কর্মসূচির অংশ হিসাবে ৫ টি স্টল খোলা হয়।

এই কর্মসূচির মধ্যে রয়েছে জিপ লাইন, বর্মা ব্রিজ,  রক ক্লাইম্বিং, রে পলিং ইত্যাদি। এছাড়াও লক্ষীনারায়ন দিঘিতে রয়েছে ওয়াটার স্পোর্টস। অন্যদিকে বিবেকানন্দ ময়দানে রকমারি খাদ্যের একাধিক স্টলের ব্যবস্থা করা হয়েছে পর্যটকদের জন্য। এই কর্মসূচির অঙ্গ হিসাবে মঙ্গলবার হেরিটেজ ওয়ার্ক কর্মসূচির আয়োজন করা হয়। এই পদযাত্রার সূচনা হয় উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে। এই পদযাত্রা পুষ্পবন প্যালেস হয়ে হেরিটেজ পার্কে গিয়ে শেষ হয়। এই দিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। তিনি এক সাক্ষাৎকারে জানান প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়। এইদিনও র্যা লির মাধ্যমে পর্যটন দিবস পালন করা হয়। তিনি আরও বলেন করোনার প্রকোপের কারনে পর্যটন ক্ষেত্র যথেষ্ট ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটন ক্ষেত্রকে আবার সকলের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে এই বছর পর্যটন দিবস পালন করা হয়েছে। পর্যটন মানে একের সাথে অপরের সম্পর্ক স্থাপন করা। বিভিন্ন সংস্কৃতিকে একত্রিত করা। এইদিনের পদ যাত্রায় দপ্তরের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কিরন গীত্যে, দপ্তরের অধিকর্তা টি.কে চাকমা সহ অন্যান্যরা। পদযাত্রায় সাধারন মানুষের অংশগ্রহণও ছিল লক্ষ্যনীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য