Thursday, December 4, 2025
বাড়িরাজ্যউত্তর প্রদেশে দুর্ঘটনায় মৃত্যু আগরতলার ছাত্রের

উত্তর প্রদেশে দুর্ঘটনায় মৃত্যু আগরতলার ছাত্রের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ ডিসেম্বর :  ত্রিপুরার ছাত্রের দুর্ঘটনায় মৃত্যু উত্তর প্রদেশে। জানা গিয়েছে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা তাদের গাড়ি। এই ঘটনায় চারজন ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় রজবপুর থানার পুলিশ।

 মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক দল এবং পুলিশ কর্মীরা রাতভর ঘটনাস্থল পরীক্ষা করে। গাড়ির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দুর্ঘটনার কারণ খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নিহত চারজনই ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের ডাক্তারি পড়ুয়া বলে জানা গিয়েছে। নিহত চার পড়ুয়ার নাম, অর্ণব চক্রবর্তী, আয়ুষ শর্মা, শ্রেষ্ঠ পাঞ্চোলি এবং সপ্তর্ষি দাস। আধার কার্ড দেখে তাঁদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ। ঘটনা বুধবার রাতে উত্তরপ্রদেশের আমরোহায় দিল্লি-লখনউ জাতীয় সড়কে। একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তাদের গাড়ির। এই ঘটনায় মোট মৃত্যু হয় চারজন পড়ুয়ার। এর মধ্যে একজন হল রাজধানীর রামনগর ১ নং রোড এলাকার সুশান্ত শেখর দাসের ছেলে সপ্তর্ষি দাস। সে এমবিবিএস কোর্স শেষ করে ইন্টার্নশীপ করছিল।

এর মধ্যেই এই ঘটনা। রবি শংকর বিদ্যামন্দিরের ছাত্র ছিল সে। বৃহস্পতিবার দুপুরে সপ্তর্ষির মরদেহ বাড়িতে আনতে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে পরিবারের লোকজন। সপ্তর্ষির বাবা বীমা সংস্থায় কর্মরত। বুধবার রাতের বেলা সাড়ে দশটা নাগাদ খবর পায় ছেলের দুর্ঘটনা হয়েছে। ৩০ মিনিট বাদে খবর পায় আর পৃথিবীতে নেই ছেলে। খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়ায় আত্মীয়-স্বজন এলাকাবাসী। আত্মীয়-স্বজনের কাছ থেকে আরো জানা যায় সপ্তর্ষীর ময়না তদন্ত হয়ে গেছে। এখন প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করে মৃতদেহ বাড়িতে আনা হবে। পরিবারের লোকজন চেষ্টা করছে শুক্রবার যাতে ছেলের দেহ বাড়িতে আনতে পারে। এই ঘটনার খবর রাজ্যে এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য