স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : ড্রাগস মাফিয়া মিঠুর আস্ফালনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত এলাকাবাসী ড্রাগ সেবনকারী ও ড্রাগস পাচারকারী’কে পাকড়াও করতে ময়দানে অবতীর্ণ হয়। ঘটনা রবিবার তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায়। ঘটনার বিবরনের জানা যায়, ড্রাগস মাফিয়া মিঠুর আস্ফালনে রীতিমতো দীর্ঘদিন ধরে অতিষ্ঠ মাইগঙ্গায় এলাকাবাসী।
ড্রাগস মাফিয়া মিঠু যুব সমাজকে ধ্বংস করার কাজে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ। মিঠুর থেকে ড্রাগস ক্রয় করার জন্য এলাকার যুবক থেকে শুরু করে অন্যান্য এলাকার যুবকেরা মাইগঙ্গা এলাকায় দিনে রাত আনাগোনা দেখতে পায় এলাকাবাসী। দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনকে জানানো হলেও তারা একপ্রকার নিরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ। অবশেষ ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে রবিবার তেলিয়ামুড়া মাইগঙ্গা এলাকার মানুষজনেরা মিঠুর থেকে ড্রাগস ক্রয় করতে আসা চার যুবক’কে আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে তুলে দেয়। জানা যায়, পুলিশের হাতে আটক হওয়া চার জন দীপক বিশ্বাস, দীপঙ্কর, অলক ও আমন। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা দীর্ঘদিন ধরে তারা এই সর্বনাশা নেশা করে আসছিল। পুলিশ তাদের কাছ থেকে ২ কৌটা ড্রাগস ও ড্রাগস সেবন করার সিরিঞ্জ ও বাজেয়াপ্ত করে পুলিশ। এখন দেখার বিষয় পুলিশ যুবককে জিজ্ঞাসা বাদ করে মূল পান্ডা মিঠুকে গ্রেফতার করতে সক্ষম হয় কিনা।