Friday, December 5, 2025
বাড়িরাজ্য৮ কোটি টাকা ব্যয়ে উদয়পুরের খিলপাড়ায় সিএনজি স্টেশনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

৮ কোটি টাকা ব্যয়ে উদয়পুরের খিলপাড়ায় সিএনজি স্টেশনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ ডিসেম্বর :সিএনজি ব্যবহারের ফলে একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। বর্তমানে রাজ্যে টিএনজিসিএল ৫০ হাজারের অধিক যানবাহনকে জ্বালানি সরবরাহ করছে। ফটিকছড়া ও বোধজংনগরে সিএনজি স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের মৌলিক সমস্যা সমাধান করার লক্ষ্যে কাজ করছে রাজ্যের বর্তমান সরকার।

                                        আজ গোমতী জেলার উদয়পুরের খিলপাড়ায় টিএনজিসিএল এর সিএনজি স্টেশনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।                                   অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, সারা বিশ্বের মধ্যে সিএনজির একটা বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। এটি পরিবেশ বান্ধব জ্বালানি। সভ্যতার অগ্রগতি এবং প্রযুক্তির উন্নতির সাথে সাথে এর জনপ্রিয়তা বাড়ছে। যেকোন উন্নত রাষ্ট্র কিংবা শহরে এসব থাকতেই হবে। আজ খিলপাড়ায় যে সিএনজি স্টেশন পথচলা শুরু করলো সেটি মাদার স্টেশন হিসেবে কাজ করবে। এখান থেকে ধীরে ধীরে অন্যান্য জায়গাতেও সরবরাহ করা হবে। এই কাজ রূপায়নের জন্য আমি টিএনজিসিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। শুধু আগরতলা বা উদয়পুরে নয়, রাজ্যের অন্যান্য জায়গাতেও সিএনজি স্টেশন খোলার চিন্তাভাবনা আছে তাদের।

                                      আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে অগ্রগতির দিকে নিয়ে যেতে হলে পরিচ্ছন্ন জ্বালানি শক্তির প্রয়োজন রয়েছে। ২০১৮ সাল থেকে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড (টিএনজিসিএল) প্রায় ৩১টি সিএনজি স্টেশন ত্রিপুরায় যুক্ত করেছে। রাজ্যের বহু জায়গায় এখন সিএনজি স্টেশন শুরু হয়েছে। আর এই সিএনজির কারণে বায়ুর দূষণ অনেকটাই কম হবে। এতে আর্থিক সাশ্রয় সম্ভব হবে। সিএনজি ব্যবহারের ফলে একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। বর্তমানে রাজ্যে টিএনজিসিএল ৫০ হাজারের অধিক যানবাহনকে জ্বালানি সরবরাহ করছে।

                                     মুখ্যমন্ত্রী আরো বলেন, আজকে এই সিএনজি স্টেশন উদ্বোধনের মাধ্যমে অটো চালক, ট্যাক্সি মালিক, ব্যক্তিগত যানবাহনের মালিকরা উপকৃত হবেন। সিএনজি স্টেশন বৃদ্ধির ফলে মানুষের সুবিধা হবে। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর মানুষের আস্থা চলে এসেছে। আমাদের ত্রিপুরার বর্তমান সরকারের উপরও মানুষের আস্থা বাড়ছে। আজ সিএনজি স্টেশন চালু করার জন্য প্রায় ৮ কোটি টাকা ব্যয় হয়েছে। ফটিকছড়া ও বোধজংনগরে সিএনজি স্টেশন তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এডিনগর ও বড়জলা সিএনজি স্টেশনের আপগ্রেড করার ব্যবস্থা করছে টিএনজিসিএল। মোহনপুরে সিএনজি স্টেশনের জন্য দুটি জমি দেওয়া হয়েছে। খয়েরপুর – আমতলি বাইপাস, বাগমা, অমরপুর ও অম্পিতে সিএনজি স্টেশন করার জন্য টিএনজিসিএল এর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

                                  মুখ্যমন্ত্রী বলেন, গত বেশ কয়েক বছর ধরে টিএনজিসিএল তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ত্রিপুরায় প্রথম আগরতলার এডিনগরে সিএনজি স্টেশন চালু করা হয়। যা গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্টেশন। বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রিতেও গ্যাস সরবরাহ করা হচ্ছে। ডাঃ সাহা বলেন, আমাদের সরকার সাধারণ মানুষের জন্য কিভাবে আরো একের পর এক কাজ করা যায়, মানুষের মৌলিক সমস্যা সমাধান করা যায় সেই দিশায় কাজ করছে। ত্রিপুরা এখন সমস্ত প্যারামিটারে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

                                    অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা, গোমতী জেলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলাশাসক রিংকু লাথের, পুলিশ সুপার কিরণ কুমার কে, টিএনজিসিএল এর এমডি প্রলয় পাত্র সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিগণ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য