স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ সেপ্টেম্বর : ২০২২ সালের ৩১ আগস্ট পর্যন্ত আইপিসি মামলায় রাজ্যে দোষী সাব্যস্ত হওয়ার হার গড়ে ৮.৪২ শতাংশ। পাশাপাশি ২০২২ সালের ৩১ আগস্ট পর্যন্ত রাজ্য অন্যান্য মামলার ক্ষেত্রে দোষী সাব্যস্ত হওয়ার হার গড়ে ৩৯.৫৯ শতাংশ।
বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মণের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তথ্য তুলে ধরেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি এইদিন বিধানসভায় দাবি করেন পূর্বের তুলনায় রাজ্যে আইপিসি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার হার বৃদ্ধি পেয়েছে।