স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ নভেম্বর : গাঁজা বাগান ধ্বংস করতে গিয়ে গাঁজা চাষীদের আক্রমণের মুখে পড়ল পুলিশ প্রশাসন। ঘটনা বৃহস্পতিবার দুপুরে বাইজাল বাড়ী থানাধীন মিলকাবাড়ি এডিসি ভিলেজ এলাকায়। ঘটনায় আহত এক বিএসএফ জওয়ান এবং এক বনকর্মী। ঘটনা বিবরণে জানা যায়, প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরেই খবর ছিল এলাকায় গাঁজা চাষের রমরমা চলছে। এবং বিগত দিনেও এলাকা থেকে গাঁজা পাচার বহুদূর পর্যন্ত নেটওয়ার্ক বিস্তার করেছে। কিন্তু প্রশাসন ভয়ে এলাকায় থাবা বসাতে পারছিল না।
অবশেষে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী না নিয়ে এলাকায় অভিযান চালাতে যায় পুলিশ, টিএসআর, বিএসএফ, বন কর্মীরা। বিষয়টি আচ করতে পেরেই জনজাতি মহিলারা ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনিক কর্মীদের উপর আক্রমণ চালায়। একটা সময় পর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে গাঁজা চাষী মহিলারা পুলিশের গাড়িতে ভাঙচুর শুরু করে। একজন বিএসএফ এবং একজন বনকর্মী তাদের আক্রমণে আহত হয়। তারপরেও পুলিশ আট হাজার গাঁজা গাছ ধ্বংস করে ঘটনাস্থল থেকে ফিরে আসতে সক্ষম হয়।

