স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর : “আমাদের শিক্ষক দাও, আমরা পড়তে চাই” এমনটাই দাবি তুলে ত্রিপুরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শিক্ষা ভবন ঘেরাও করা হয় বুধবার। এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, দীর্ঘ সময় ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ হচ্ছে না। পূবর্তন বামফ্রন্ট সরকার যে পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করেছিল সেই পদ্ধতি চালু রেখেছে বর্তমান সরকার।
যার ফলে ত্রিপুরা রাজ্যে ছাত্রছাত্রীদের সংখ্যা অনুযায়ী শিক্ষক-শিক্ষিকা সমতা মানা হয় না। সারা রাজ্যে শিক্ষক স্বল্পতার কারণে ছাত্র-ছাত্রীরা রাস্তায় নামছে। তারপরও সরকারের শিক্ষক নিয়োগে কোন হেলদোল না থাকায় শিক্ষা পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বলে জানান তিনি। আরো অভিযোগ তুলে বলেন মিড ডে মিল খাবারে ব্যাপক অনিয়ম চলছে। নিম্নমানের খাবার খেয়ে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। বিদ্যালয় গুলিতে এ-ধরনের নৈরাজ্য বন্ধ না হলে তৃণমূল কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে। সরকার যদি ইতিমধ্যে শিক্ষা ব্যবস্থা সঠিক দিশায় ফিরিয়ে না আনে তাহলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ আগামী দুর্গো পূজোর পর নেওয়া হবে বলে জানান তিনি।