Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যলরি চালকের কেরামতিতে আসামের কফ সিরাপ আটক করল ত্রিপুরা পুলিশ

লরি চালকের কেরামতিতে আসামের কফ সিরাপ আটক করল ত্রিপুরা পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর :  নেশা জাতীয় কফ সিরাপ পাচারের সময় আটক লরি চালক। চুড়াইবাড়ি থানার পুলিশ লরি চালককে আটক করেছে। অভিযুক্ত চালকের কাছ থেকে পুলিশ জানতে পারে, শিলচরে এই নেশা সামগ্রী গুলি নিতে গিয়ে ভুলবশত আগরতলাতে নিয়ে যায়। সেখান থেকে পুনরায় শিলচরের উদ্দেশ্যে যাওয়ার সময় চুরাইবাড়ি থানার পুলিশের হাতে ধরা পড়লো নেশার সিরাপ বোঝাই লরি।

 চালক সূত্রে আরো জানা গেছে AS 01 MC-8580 নম্বরের কন্টেইনার গাড়ি বহিঃরাজ্য থেকে অন্যান্য সামগ্রীর সঙ্গে নেশা জাতীয় সিরাপ গুলি আগরতলায় নিয়ে যায়। ফলে ত্রিপুরায় প্রবেশের সময় পুলিশের নজরে না পড়লেও বেরিয়ে যাওয়ার সময় চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল চালক। দশ কার্টুনে মোট এক হাজার বোতল সিরাপ রয়েছে। যার বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা বলে জানায় পুলিশ। অভিযুক্ত চালককে আটক করে পুলিশ এনডিপিএস ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে আদালতে সোপর্দ করে শুক্রবার। অভিযুক্ত চালকের নাম জয়কৃষ্ণ মালাকার। বাড়ি ধর্মনগরের মিশণটিলা গ্রামে। অভিযুক্ত লড়ি চালকের বিরুদ্ধে পুলিশ এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা রুজু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য